বাউফল প্রেসক্লাব কার্যকরী কমিটি নির্বাচন

বাউফল প্রেসক্লাব কার্যকরী কমিটি নির্বাচন

সাইফুল ইসলাম  বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী বাউফল প্রেসক্লাব কার্যকরী কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দৈনিক ভোরের ডাক পত্রিকায় বাউফল প্রতিনিধি হারুন অর রশীদ খান সভাপতি ও জনকন্ঠের বাউফল নিজস্ব সংবাদদাতা কামারুজ্জামান বাচ্চু সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। গোপন ব্যালেটের মাধ্যমে কড়া নিরাপত্তা এবং  প্রেসক্লাব সদস্য ভোটারদের স্বত:স্ফ’র্ত অংশগ্রহনের ২ আগস্ট সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত একটানা ভোট গ্রহন হয়। এ সময় প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার পিযুস চন্দ্র দে। এবং সহকারি কমিশনার হিসাবে নির্বাচন পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো: সোহেল রানা এব কৃষি সম্প্রসারস অফিসার আরাফাত রহমান। মোট ভোটার ছিল ৩৬ জন।

 বাউফল প্রেস ক্লাব কার্যকরী কমিটি ২০১৯-২০২০ সালে পদে ১৩ টি পদে প্রতিদ্বন্দিতা করেন ২৯ জন প্রার্থী। অনুষ্ঠিত ১৩ টি পদে মধ্যে মো: হারুন রশীদ খান সভাপতি, মো: কামারজ্জামান বাচ্চু সাধারন সম্পাদক, মো: দেলেয়ার হোসেন সহসভাপতি, মো: নাজিম উদ্দিন যুগ্ম সম্পাদক. মো: ফারুক হোসেন কোষাধক্ষ, মো: সোহরাব হোসেন দপ্তর সম্পাদক, মো: মনিরুজ্জামান হিরন প্রচার ও প্রকাশনা সম্পাদক, মাসুম সিদ্দিক ক্রীড়া ও সাংস্কৃতিক  সম্পাদক, সাইফুল ইসলাম তথ্য ও প্রযুক্তি সম্পাদক এবং আরেফিন সহিদ, এবিএম মিজানুর রহমান, কৃষ্ণ কর্মকার ও জলিলুর রহমান নির্বাহী সদস্য হিসাবে বিজয়ী লাভ করেন।
 বাউফল প্রেসক্লাব নির্বাচন ছিল অন্যরকম।  ১৯৮৪ সালেপ্রেস ক্লাব স্থাপিত হওয়ার প্রথম  নির্বাচন অনৃষ্ঠিত হয়।  প্রেসক্লাব পলিসি সাথে সমন্বয় রেখে বার্ষিক রেজুলেশন সিদ্ধান্ত মোতাবেক  ও গোপন  ব্যালেট  এবং নিরাপত্তাসহ  সকল ভোটার অংশগ্রহনের মধ্যে দিয়ে  নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহনের সময় সকল ভোটার উৎসব মুখর পরিবেশে অংশগ্রহন সাথে উপজেলার সকল পর্য ায়ে সিভিল সোসাইটি লোকজন প্রেস ক্লাবে উপস্থিত ছিলেন। এটা যেন  ছিল সকল সাংবাদিকদের মিলন মেলা। নির্বাচন পর্যবেক্ষক হিসাবে  পটুয়াখালী  জেলা থেকে প্রিন্ট ও ইলেকট্রনিক্স সাংবাদিক এবং উপজেলা  পরিষদ ভাইস চেয়ারম্যান মো: মোসাররফ হোসেন এবং উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক ও নাজিরপুর ইউপি চেয়ারম্যান ইব্রাহিম ফারুক ভোট কেন্দ্র  পরিদর্শন করেন।